অনার্স ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে - অনার্স ভর্তি হতে কত টাকা লাগবে

অনার্স ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে
আপনি কি এবছর অনার্স ভর্তি হতে চাচ্ছেন? আপনারা অনেকেই জানতে চেয়েছেন অনার্স ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে এবং কত টাকা লাগবে ভর্তি হতে এই বিষয়-টি নিয়ে।তবে,আপনি সঠিক জায়গায় এসেছেন কারণ আমরা আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে জানানোর করার চেষ্টা করব অনার্স ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে, অনার্স ভর্তি হতে কত টাকা লাগবে।  

প্রথম মেধা তালিকায় উর্ত্তীণ হওয়ার পর করণীয় কি 

প্রথম মেধা তালিকায় উর্ত্তীণ হওয়ার পর তোমার চুড়ান্ত  ভর্তি নিশ্চয়ন করতে হবে। এরপর তোমাকে যে যে কাজ করতে হবে তা দেখে নাও। 
অনার্স ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে
আগামী ২০ জুন ২০২২ তারিখে ২০২১-২২ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি কার্যক্রমের ১ম মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে এবং ২১ জুন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি বেসরকারি কলেজে একযোগে ভর্তি নেয়া হবে।
অনেকেই এখন মূল বিষয়-টা জানার জন্য অধির আগ্রহে বসে আছেন। তাই, আর সময় নষ্ট না করে জেনে নিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সে ভর্তি হতে গেলে কি কি কাগজপত্র লাগতে পারে, ভর্তি হতে  কত টাকা লাগবে, কবে থেকে কলেজের ক্লাস শুরু হবে এই সব বিষয় জেনে নিন।

অনার্স ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে 

অনার্স ভর্তি হতে কলেজভেদে কাগজপত্রের সংখ্যা এবং টাকার পরিমাণ বিভিন্ন ধরনের হতে পারে।তবে, বেশীরভাগ কলেজে যেসব কাগজপত্রের মিল একই থাকবে।তবে, আমরা আবশ্যিক যেসব ডকুমেন্টস লাগতে পারে তা এখানে উল্লেখ করলাম আপনারা স্ব স্ব কলেজে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নিবেন অবশ্যই ভর্তি শুরু হবার আগে।    

অনার্সে ভর্তিতে প্রয়োজনীয় কাগজপত্রের তালিকাঃ 

  • চূড়ান্ত ভর্তি ফরম অনলাইনে থেকে সঠিকভাবে পূরণ করে ডাউনলোড করতে হবে। সেটা আবার ২/৩ কপি করে ফটোকপি লাগতে পারে।
  • এসএসসি ও এইচএসসি পাশের মূল মার্কশীট/একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং ২ কপি করে ফটোকপি।
  • এসএসসি ও এইচএসসি পাশের মূল প্রসংশাপত্র/টেস্টিমোনিয়াল এবং ২ কপি করে ফটোকপি।
  • এসএসসি ও এইচএসসি পাশের মূল প্রবেশপত্র/এ্যাডমিট কার্ড এবং ২ কপি করে ফটোকপি।
  • এসএসসি ও এইচএসসি পাশের মূল রেজিষ্ট্রেশন কার্ড এবং ২ কপি করে ফটোকপি।
  • শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি ৫-১০ কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি ২-৫ কপি।
  • পিতা/অভিভাবকের পাসপোর্ট সাইজের ছবি ২-৫ কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি ২-৫ কপি।
  • জন্ম নিবন্ধন কার্ডের সত্যায়িত ফটোকপি।
  • পিতা/মাতার জাতীয় পরিচয়পত্র/ভোটার আইডি কার্ডের সত্যায়িত ২ কপি ফটোকপি।
  • পাঠ বিরতি বা শিক্ষা বিরতি সনদপত্র। (২০২০ সালে এইচএসসি পাশ করছে শুধু তাদের জন্য প্রযোজ্য)
  • কোটার সনদপত্র যারা মুক্তিযোদ্ধা, পোষ্য কোটায় আবেদন করছেন তাদের জন্য প্রযোজ্য।

অনার্স ভর্তি হতে বেশীরভাগ কলেজে যেসব কাগজপত্রের প্রয়োজন হয়ে থাকেঃ 

  • অনলাইনে ভর্তি আবেদনের পিডিএফ এর প্রিন্ট কপি।
  • এসএসসি ও এইচএসসি মার্কশিট মূলকপি ও এবং সাথে ফটোকপি।
  • এসএসসি ও এইচএসসির প্রশংসাপত্র এর মূলকপি ও এবং সাথে ফটোকপি।
  • শিক্ষার্থীর ৫-৮ কপি পাসপোর্ট সাইজ ও ২-৪ কপি স্ট্যাম্প সাইজের ছবি। 
  • এসএসসি ও এইচএসসির রেজিস্ট্রেশন কার্ড। 
  • বাবা-মা অথবা অভিভাবকের ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি। 
  • কোটা সনদপত্র (যদি থাকে) যাদের কোটা আছে শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য। 
*এছাড়া কিছু কলজে প্রবেশপত্র, অ্যাডমিট কার্ড, এবং বাবা-মায়ের ছবি চেয়ে থাকেন। 

অনার্স ভর্তি হতে কত টাকা লাগবে? 

অনার্স ভর্তি হতে হলে কলেজভেদে টাকার পরিমাণ বিভিন্ন ধরনের হতে পারে। তবে,সরকারী কলেজ এবং বেসরকারী কলেজের অনার্স ভর্তি হতে যে টাকার প্রয়োজন হতে পারে। 
  • সরকারি কলেজেঃ ৳৩৫০০/- থেকে ৳৬০০০/- টাকা (কম বেশি হতে পারে)
  • বেসরকারি কলেজঃ ৳৮,০০০/- থেকে ৳২০০০০/- টাকা (কম বেশি হতে পারে) 

অনার্স কিভাবে ভর্তি হব? 

তোমার চুড়ান্ত ভর্তি নিশ্চয়নের পর উপরের দেওয়া কাগজপত্র  এবং  ভর্তির প্রয়োজনীয় টাকা নিয়ে তোমার কলেজে যেতে হবে । এবং তোমার কলেজের কতৃপক্ষকে কাগজপত্র এবং টাকা দিয়ে চুড়ান্তভাবে ভর্তি হতে হবে। 

শেষ কথা ঃ অনার্স ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে - অনার্স ভর্তি হতে কত টাকা লাগবে    

পরিশেষে আমি কিছু কথা বলতে চাচ্ছি, আপনারা যারা এবছর  শিক্ষাবর্ষের অনার্সে  ভর্তি হতে চাচ্ছেন, তারা আপনার কলজে থেকে অনার্স ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে - অনার্স ভর্তি হতে কত টাকা লাগবে এই বিষয়টি ভালোভাবে জেনে তারপর ভর্তির কার্যক্রম শুরু করবেন।আশা করি আজ আমরা এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে অনার্স ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে - অনার্স ভর্তি হতে কত টাকা লাগবে এই বিষয়টি ভালোভাবে জানাতে পেরেছি।ধন্যবাদ! 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

বিজ্ঞাপন