১ থেকে ১০০ পর্যন্ত বানান বাংলা - 1 to 100 bangla

১ থেকে ১০০ পর্যন্ত বানান  পড়ে তুমি তোমার স্কুলের অন্যদের থেকে একধাপ এগিয়ে থাকতে পার।  প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছ তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো এবং সুস্থ্য আছ। তোমরা অবশ্যই শিশু শ্রেণী বা প্রথম প্রথম ও দ্বিতীয় ছাত্র-ছাত্রী সবাই। তোমাদের শিক্ষকরা নিশ্চয়ই তোমাদের ১ থেকে ১০০ বানান বাংলাতে পড়া দিয়েছে,তার জন্য তুমি ১ থেকে ১০০ পর্যন্ত বাংলা বানান জানতে চাচ্ছ?  

১ থেকে ১০০ পর্যন্ত বানান বাংলা

তবে তোমাদের জন্য আমি সুন্দরভাবে সাজিয়েছি ১ থেকে ১০০ পর্যন্ত বানান বাংলা-৫০ থেকে ১০০ পর্যন্ত বানান বাংলা নিয়ে। আশা করি তুমি আজকের এই পোস্ট-টি পড়ে জানতে পারবে কিভাবে তুমি ১ থেকে ১০০ পর্যন্ত বাংলা বানান লিখবে এবং স্যারদের সাথে এই সংখ্যাগুলোর বানান বলতে পারবে। এছাড়াও যদি পরীক্ষায় ১ থেকে ১০০ পর্যন্ত বাংলা বানান প্রশ্ন পড়ে তাহলে তুমি খুব সহজেই লিখতে পারবে। 

১ থেকে ১০০ পর্যন্ত বানান বাংলা সম্পর্কে 

বর্তমান সময়ে শিক্ষার্থীদের প্রথম ও দ্বিতীয় শ্রেণির গণিত পাঠ্যপুস্তকে ১ থেকে ১০০ পর্যন্ত  কথায় বানান বাংলাগুলো কিছু পরিবর্তন করা হয়েছে । আগের ১ থেকে ১০০ পর্যন্ত কথায় বানান গুলো কিছু কিছু পরিবর্তন করে নতুন ভাবে দেয়া হয়েছে । বাংলা একাডেমী নতুন করে ১ থেকে ১০০ পর্যন্ত বানান পরিবর্তন করে দিয়েছে । তো যাইহোক আজ আমরা এখন ১ থেকে ১০০ পর্যন্ত কথায় সঠিক বানান গুলো সম্পর্কে জানব । তার পাশাপাশি সরকারি বইয়ের ছবির মাধ্যমে এর সত্যতা নিশ্চত করবো। তবে চল জেনে নেওয়া যাক ১ থেকে ১০০ পর্যন্ত বানান  বাংলাগুলো। আর এই বানানগুলো শেখার পর তুমি নিজে নিজে খাতায় লিখবে এবং তোমার অভিভাবকদের দেখাবে। তারা তোমার বানান গুলো মূল্যায়ন করবে। 

1 থেকে 100 পর্যন্ত বানান বাংলা- ১ থেকে ১০০ পর্যন্ত কথায় সঠিক বানান 

প্রিয় ছোট্ট সোনামণিরা, এখন আমি তোমাদের সাথে ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যায় কথায় এবং বাংলা বানানসহ দেখাব। তুমি যদি আজকের পোস্টের এই অংশ মনোযোগ সহকারে পড় তবে তুমি সকল কিছু বিস্তারিতভাবে বুঝে পারবে। তাহলে দেখে নাও ১ থেকে ১০০ পর্যন্ত বানান কথায়ঃ

১ = এক

২ = দুই

৩ = তিন

৪ = চার

৫ = পাঁচ

৬ = ছয়

৭ = সাত

৮ = আট

৯ = নয়

১০ = দশ

১১ = এগারাে  (এগার = পূর্বের বানান)

১২ = বারাে  (বার = পূর্বের বানান) 

১৩ = তেরাে  (তের = পূর্বের বানান)

১৪ = চৌদ্দ   (চোদ্দ = পূর্বের বানান)

১৫ = পনেরাে  (পনের = পূর্বের বানান)

১৬ = ষােলাে  (ষোল = পূর্বের বানান)

১৭ = সতেরাে  (সতের = পূর্বের বানান)

১৮ = আঠারাে  ( আঠার = পূর্বের বানান)

১৯ = উনিশ  (ঊনিশ = পূর্বের বানান)

২০ = বিশ  (কুঁড়ি = পূর্বের বানান)

২১ = একুশ

২২ = বাইশ

২৩ = তেইশ

২৪ = চব্বিশ

২৫ = পঁচিশ

২৬ = ছাব্বিশ

২৭ = সাতাশ

২৮ = আটাশ

২৯ = ঊনত্রিশ

৩০ = ত্রিশ

৩১ = একত্রিশ

৩২ = বত্রিশ

৩৩ = তেত্রিশ

৩৪ = চৌত্রিশ

৩৫ = পঁয়ত্রিশ

৩৬ = ছত্রিশ

৩৭ = সাঁইত্রিশ (সাত্রিশ = পূর্বের বানান)

৩৮ = আটত্রিশ

৩৯ = ঊনচল্লিশ

৪০ = চল্লিশ

৪১ = একচল্লিশ

৪২ = বিয়াল্লিশ

৪৩ = তেতাল্লিশ

৪৪ = চুয়াল্লিশ

৪৫ = পঁয়তাল্লিশ

৪৬ = ছেচল্লিশ

৪৭ = সাতচল্লিশ

৪৮ = আটচল্লিশ

৪৯ = ঊনপঞ্চাশ

৫০ = পঞ্চাশ

৫১ = একান্ন

৫২ = বাহান্ন (বায়ান্ন = পূর্বের বানান)

৫৩ = তিপ্পান্ন

৫৪ = চুয়ান্ন

৫৫ = পঞ্চান্ন

৫৬ = ছাপ্পান্ন

৫৭ = সাতান্ন

৫৮ = আটান্ন

৫৯ = ঊনষাট

৬০ = ষাট

৬১ = একষট্টি

৬২ = বাষট্টি

৬৩ = তেষট্টি

৬৪ = চৌষট্টি

৬৫ = পঁয়ষট্টি

৬৬ = ছেষট্টি

৬৭ = সাতষট্টি

৬৮ = আটষট্টি

৬৯ = ঊনসত্তর

৭০ = সত্তর

৭১ = একাত্তর

৭২ = বাহাত্তর

৭৩ = তিয়াত্তর

৭৪ = চুয়াত্তর

৭৫ = পঁচাত্তর

৭৬ = ছিয়াত্তর

৭৭ = সাতাত্তর

৭৮ = আটাত্তর

৭৯ = ঊনআশি

৮০ = আশি

৮১ = একাশি

৮২ = বিরাশি

৮৩ = তিরাশি

৮৪ = চুরাশি

৮৫ = পঁচাশি

৮৬ = ছিয়াশি

৮৭ = সাতাশি

৮৮ = আটাশি

৮৯ = ঊননব্বই

৯০ = নব্বই

৯১ = একানব্বই

৯২ = বিরানব্বই

৯৩ = তিরানব্বই

৯৪ = চুরানব্বই

৯৫ = পঁচানব্বই

৯৬ = ছিয়ানব্বই

৯৭ = সাতানব্বই

৯৮ = আটানব্বই

৯৯ = নিরানব্বই

১০০ = একশত (একশ = পূর্বের বানান)

১ থেকে ১০০ পর্যন্ত বানান  বাংলা ছবিসহ - 1 to 100 bangla

তোমরা অনেক ছেলে-মেয়েই আছ ১ থেকে ১০০ পর্যন্ত বাংলা বানান ছবিসহ পড়তে চাও তাই সেজন্য আমি তোমাদের সুবিধার্থে। তোমাদের বইয়ের ছবিগুলো এখানে সংযুক্ত করে দিয়েছি । যাতে করে তোমরা খুব সহজেই ১ থেকে ১০০ পর্যন্ত বানান  বাংলা ছবিসহ পড়তে পার। তাহলে ১ থেকে ১০০ পর্যন্ত এখনি ছবি এবং বানান সহ পড়ে নাও। 

১ থেকে ১০০ পর্যন্ত বানান  বাংলা

১ থেকে ১০০ পর্যন্ত বানান

১ থেকে ১০০ পর্যন্ত বানান

১ থেকে ১০০ পর্যন্ত বানান


১ থেকে ১০০ পর্যন্ত বানান

১ থেকে ১০০ পর্যন্ত বানান

১ থেকে ১০০ পর্যন্ত বানান

১ থেকে ১০০ পর্যন্ত বানান

১ থেকে ১০০ পর্যন্ত বানান


১ থেকে ১০০ পর্যন্ত বানান

১ থেকে ১০০ পর্যন্ত  বানান  বাংলা লিখার নিয়ম 

যদি তুমি ১ থেকে ১০০ পর্যন্ত বানান  বাংলা লিখতে চাও তাহলে আগে তোমাকে ১ থেকে ১০০ পর্যন্ত বানান  ভালোভাবে পড়তে হবে এবং মুখস্থ করে ফেলতে হবে। এরপর যদি তুমি বুঝে থাক তাহলে তুমি তোমার শিক্ষকের কাছে ১ থেকে ১০০ পর্যন্ত বানান  বাংলা লিখে জমা দিতে পার। তোমার গণিত শিক্ষক তোমার খাতাটা ভালোভাব দেখে একটা মার্কস দিতে পারে। এভাবে তুমি চাইলে লিখতে পার। 

৫০ থেকে ১০০ পর্যন্ত বানান  

তোমরা যারা এবছর দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তোমাদের গণিত বইয়ে প্রথম কিংবা দ্বিতীয় অধ্যায়ে ৫০ থেকে ১০০ বানান রয়েছে। তাই তুমি যদি এখন থেকেই এই বানান গুলোর চর্চা রাখ তাহলে তুমি পরীক্ষার খাতায় ভালোভাবে ১ থেকে ১০০ পর্যন্ত বানান  অথবা ৫০ থেকে ১০০ পর্যন্ত বানান  বাংলা লিখতে পারবে। তো যাইহোক, ৫০ থেকে ১০০ পর্যন্ত বানানগুলো একনজরে দেখে নাও। 

৫১ = একান্ন
৫২ = বাহান্ন (বায়ান্ন = পূর্বের বানান)
৫৩ = তিপ্পান্ন
৫৪ = চুয়ান্ন
৫৫ = পঞ্চান্ন
৫৬ = ছাপ্পান্ন
৫৭ = সাতান্ন
৫৮ = আটান্ন
৫৯ = ঊনষাট
৬০ = ষাট
৬১ = একষট্টি
৬২ = বাষট্টি
৬৩ = তেষট্টি
৬৪ = চৌষট্টি
৬৫ = পঁয়ষট্টি
৬৬ = ছেষট্টি
৬৭ = সাতষট্টি
৬৮ = আটষট্টি
৬৯ = ঊনসত্তর
৭০ = সত্তর
৭১ = একাত্তর
৭২ = বাহাত্তর
৭৩ = তিয়াত্তর
৭৪ = চুয়াত্তর
৭৫ = পঁচাত্তর
৭৬ = ছিয়াত্তর
৭৭ = সাতাত্তর
৭৮ = আটাত্তর
৭৯ = ঊনআশি
৮০ = আশি
৮১ = একাশি
৮২ = বিরাশি
৮৩ = তিরাশি
৮৪ = চুরাশি
৮৫ = পঁচাশি
৮৬ = ছিয়াশি
৮৭ = সাতাশি
৮৮ = আটাশি
৮৯ = ঊননব্বই
৯০ = নব্বই
৯১ = একানব্বই
৯২ = বিরানব্বই
৯৩ = তিরানব্বই
৯৪ = চুরানব্বই
৯৫ = পঁচানব্বই
৯৬ = ছিয়ানব্বই
৯৭ = সাতানব্বই
৯৮ = আটানব্বই
৯৯ = নিরানব্বই
১০০ = একশত (একশ = পূর্বের বানান)

১ থেকে ১০০ পর্যন্ত পরীক্ষার নমুনা প্রশ্ন 

প্রিয় ছোট্ট সোনামনি, তোমাদের ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যার বিভিন্ন প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আসতে পারে। তাই তোমাকে 1 to 100 পর্যন্ত ভালোভাবে পড়ে মুখস্থ করে রাখতে হবে। নিম্নে কয়েকটি নমুনা প্রশ্ন দেখে একটি ধারণা নিতে পার। 

সাধারণ ধরনের প্রশ্ন

  • ১ থেকে ১০০ এর মধ্যে কয়টি জোড় সংখ্যা আছে?
  • ১ থেকে ১০০ এর মধ্যে কয়টি বিজোড় সংখ্যা আছে?
  • ৫০ এর চেয়ে বড় কিন্তু ৭৫ এর চেয়ে ছোট কয়টি সংখ্যা আছে?
  • ৩ এর গুণিতক কয়টি?
  • ৫ দিয়ে ভাগ করা যায় এমন কয়টি সংখ্যা আছে?
  • ১ থেকে ১০০ এর মধ্যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি?
  • ১ থেকে ১০০ এর মধ্যে সবচেয়ে বড় মৌলিক সংখ্যা কোনটি?
  • ৫০ বানান লেখ?
  • পঁচাত্তর সংখ্যায় লেখ? 
  • বাহান্ন সংখ্যায় লেখ?
  • ১৯ বানান লেখ? 

১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি

যদি তুমি ১ থেকে ১০০ পর্যন্ত বানান বাংলা শিখে নিয়ে থাক, তাহলে তোমাকে এবার ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি রয়েছে, এই বিষয় ধারণা রাখতে হবে। নিম্নে দেওয়া হলো-

১ থেকে ১০০ পর্যন্ত মোট ২৫টি মৌলিক সংখ্যা রয়েছে।

মৌলিক সংখ্যাগুলো হলো:

২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭।

মৌলিক সংখ্যা কাকে বলে?

যেসব সংখ্যাকে ১ এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা (Prime Number) বলে। যেমন: ৫ একটি মৌলিক সংখ্যা, কারণ একে ১ এবং ৫ ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না।

অন্যদিকে, ৬ একটি যৌগিক সংখ্যা (Composite Number), কারণ একে ১, ২, ৩ এবং ৬ দিয়ে ভাগ করা যায়।

উল্লেখ্য, ১ কে মৌলিক সংখ্যা ধরা হয় না।


১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল কত

১ থেকে ১০০ পর্যন্ত মোট ২৫টি মৌলিক সংখ্যা আছে। সেগুলো হলো:
২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭।

এই সংখ্যাগুলোর যোগফল করলে হয়:
২ + ৩ + ৫ + ৭ + ১১ + ১৩ + ১৭ + ১৯ + ২৩ + ২৯ + ৩১ + ৩৭ + ৪১ + ৪৩ + ৪৭ + ৫৩ + ৫৯ + ৬১ + ৬৭ + ৭১ + ৭৩ + ৭৯ + ৮৩ + ৮৯ + ৯৭ = ১০৬০।

1 থেকে 100 পর্যন্ত যৌগিক সংখ্যা কয়টি

যদি তোমার মৌলিক সংখ্যা সম্পর্কে ধারণা আসে, তবে এবার তোমাকে যৌগিক সংখ্যা সম্পর্কে ধারণা নিতে হবে। নিম্নে দেওয়া হ্লো-

১ থেকে ১০০ পর্যন্ত মোট ৭৪টি যৌগিক সংখ্যা রয়েছে।

যৌগিক সংখ্যাগুলো হলো:
৪, ৬, ৮, ৯, ১০, ১২, ১৪, ১৫, ১৬, ১৮, ২০, ২১, ২২, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ৩০, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৮, ৩৯, ৪০, ৪২, ৪৪, ৪৫, ৪৬, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৪, ৫৫, ৫৬, ৫৮, ৬০, ৬২, ৬৩, ৬৪, ৬৫, ৬৬, ৬৮, ৬৯, ৭০, ৭২, ৭৪, ৭৫, ৭৬, ৭৭, ৭৮, ৮০, ৮১, ৮২, ৮৪, ৮৫, ৮৬, ৮৭, ৮৮, ৯০, ৯১, ৯২, ৯৩, ৯৪, ৯৫, ৯৬, ৯৮, ৯৯, ১০০।

যৌগিক সংখ্যা কাকে বলে?

যেসব সংখ্যাকে ১ এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাকে যৌগিক সংখ্যা (Composite Number) বলে। যেমন: ৬ একটি যৌগিক সংখ্যা, কারণ একে ১, ২, ৩ এবং ৬ দিয়ে ভাগ করা যায়।

উল্লেখ্য, সংখ্যা ১ কে মৌলিক বা যৌগিক কোনোটিই ধরা হয় না।

১ থেকে ১০০ পর্যন্ত বাইনারি সংখ্যা
১ থেকে ১০০ পর্যন্ত মোট ১০০টি বাইনারি সংখ্যা আছে। কারণ, প্রতিটি দশমিক (decimal) সংখ্যার একটি করে বাইনারি (binary) রূপ থাকে। বাইনারি সংখ্যা পদ্ধতিতে শুধু ০ এবং ১ এই দুটি অঙ্ক ব্যবহার করা হয়।
১ থেকে ১০০ পর্যন্ত বাইনারি সংখ্যাগুলো নিচে দেওয়া হলো:
  • ১ = ১
  • ২ = ১০
  • ৩ = ১১
  • ৪ = ১০০
  • ৫ = ১০১
  • ৬ = ১১০
  • ৭ = ১১১
  • ৮ = ১০০০
  • ৯ = ১০০১
  • ১০ = ১০১০
  • ১১ = ১০১১
  • ১২ = ১১০০
  • ১৩ = ১১০১
  • ১৪ = ১১১০
  • ১৫ = ১১১১
  • ১৬ = ১০০০০
  • ১৭ = ১০০০১
  • ১৮ = ১০০১০
  • ১৯ = ১০০১১
  • ২০ = ১০১০০
  • ২১ = ১০১০১
  • ২২ = ১০১১০
  • ২৩ = ১০১১১
  • ২৪ = ১১০০০
  • ২৫ = ১১০০১
  • ২৬ = ১১০১০
  • ২৭ = ১১০১১
  • ২৮ = ১১১০০
  • ২৯ = ১১১০১
  • ৩০ = ১১১১০
  • ৩১ = ১১১১১
  • ৩২ = ১০০০০০
  • ৩৩ = ১০০০০১
  • ৩৪ = ১০০১০০
  • ৩৫ = ১০০১০১
  • ৩৬ = ১০০১১০
  • ৩৭ = ১০০১১১
  • ৩৮ = ১০১০০০
  • ৩৯ = ১০১০০১
  • ৪০ = ১০১০০১০
  • ৪১ = ১০১০০১১
  • ৪২ = ১০১১০১০
  • ৪৩ = ১০১১০১১
  • ৪৪ = ১০১১২০
  • ৪৫ = ১০১১২১
  • ৪৬ = ১০১১১০
  • ৪৭ = ১০১১১১
  • ৪৮ = ১১০০০০
  • ৪৯ = ১১০০০১
  • ৫০ = ১১০০১০
  • ৫১ = ১১০০১১
  • ৫২ = ১১০১০০
  • ৫৩ = ১১০১০১
  • ৫৪ = ১১০১১০০
  • ৫৫ = ১১০১১০১
  • ৫৬ = ১১১০০০০
  • ৫৭ = ১১১০০০১
  • ৫৮ = ১১১০০১০
  • ৫৯ = ১১১০০১১
  • ৬০ = ১১১১০১
  • ৬১ = ১১১১০১১
  • ৬২ = ১১১১০১১০
  • ৬৩ = ১১১১০১১৮
  • ৬৪ = ১০০০০০
  • ৬৫ = ১০০০০০১
  • ৬৬ = ১০০০০০১০
  • ৬৭ = ১০০০০১১
  • ৬৮ = ১০০১০
  • ৬৯ = ১০০১০১
  • ৭০ = ১০০১১
  • ৭১ = ১০০১১১
  • ৭২ = ১০১০০০
  • ৭৩ = ১০১০০১
  • ৭৪ = ১০১০০১০০
  • ৭৫ = ১০১০০১০১
  • ৭৬ = ১০১০০১১
  • ৭৭ = ১০১০০১১১
  • ৭৮ = ১০১০১১
  • ৭৯ = ১০১০১১
  • ৮০ = ১০১১০১
  • ৮১ = ১০১১০১১
  • ৮২ = ১০১১১০
  • ৮৩ = ১০১১১
  • ৮৪ = ১০১১২
  • ৮৫ = ১০১১২০
  • ৮৬ = ১০১১২১
  • ৮৭ = ১১০০০০
  • ৮৮ = ১১০০১
  • ৮৯ = ১১০০১০
  • ৯০ = ১১০০১১
  • ৯১ = ১১০১০০
  • ৯২ = ১১০১০১
  • ৯৩ = ১১০১১০০
  • ৯৪ = ১১০১১০১
  • ৯৫ = ১১১০০০০
  • ৯৬ = ১১১০০০১
  • ৯৭ = ১১১০০১০
  • ৯৮ = ১১১০০১১
  • ৯৯ = ১১১১০
  • ১০০ = ১১১১০১

শেষ কথা:১ থেকে ১০০ পর্যন্ত বানান  বাংলা নিয়ে 

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরিশেষে তোমাদের সাথে আমি কিছু কথা বলতে চাই, আজ আমি ১ থেকে ১০০ পর্যন্ত বানান  বাংলা  আলোচনা করার চেষ্টা করেছি। এছাড়াও আজকের এই পোস্টে ছবি সহ ১ থেকে ১০০ পর্যন্ত বানান দেখিয়েছি। এছাড়াও এই সম্পর্কে যদি তোমার কিছু জানার থাকে তবে তুমি আমাদের এই পোস্টের নিচে কমেন্ট করে জানাতে পার আমরা তোমার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। পোস্টটি যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয়ে থাকে তবে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এছাড়াও আপনি বিভিন্ন দেশের মুদ্রা ও রাজধানীর নাম জেনে রাখতে পারেন। ধন্যবাদ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

বিজ্ঞাপন