বাংলাদেশের সেরা ১৫ টি অনলাইন শপিং অ্যাপ

আপনি কি ঘরে বসেই নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনার বাংলাদেশের সেরা অনলাইন অ্যাপস খুজছেন? বর্তমানে ইন্টারনেটের এই যুগে সবকিছুই যেন হাতের মুঠোয় হয়ে গিয়েছে। এখন কেউ আর মার্কেটে ঘুরে ঘুরে প্রয়োজনীয় জিনিস কিনতে চায় না।

বাংলাদেশের সেরা ১৫ টি অনলাইন শপিং অ্যাপএখন মানুষ ঘরে বসে থেকেই তাদের নিত্যপ্রয়োজনীয় জিনিস অর্ডার করে এবং ঘরে বসে থেকেই সেগুলো সংগ্রহ করে। সম্মানিত পাঠকবৃন্দ, আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে বাংলাদেশের সেরা ১৫ টি অনলাইন শপিং অ্যাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই আজকের এই পোস্টটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।

বাংলাদেশের সেরা ১৫ টি অনলাইন শপিং অ্যাপ

বাংলাদেশে হাজারও অনলাইন শপিং ওয়েবসাইট ও অনলাইন শপিং অ্যাপস রয়েছে। যেগুলো মাধ্যেমে কাস্টমারেরা তাদের নিত্যপ্রয়োজনীয় জিনিস সহজে অর্ডার করে এবং নির্দিষ্ট সময় পর ঘরে বসেই জিনিসগুলো ডেলিভারি নেয়। আজকের এই পোস্টটিতে আমি আপনাদের সাথে বাংলাদেশের বিশ্বস্ত সেরা ১৫ টি অনলাইন শপিং অ্যাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। নিচে বাংলাদেশের সেরা দশটি অনলাইন শপিং অ্যাপ উল্লেখ করা হলো।

  1. Othoba
  2. Ajkerdeal
  3. Daraz
  4. Chaldal
  5. BD Shop
  6. PriyoShop
  7. Rokomari
  8. Foodpanda
  9. Monarch Mart
  10. Pickaboo
  11. Bikroy.com
  12. Shajgoj 
  13. SWAP
  14. Aarong 
  15. Picky

উপরের তালিকাতে বিশ্বস্ত ১৫টি অনলাইন শপিং অ্যাপের নামের তালিকা দেওয়া হয়েছে। আপনারা এই সকল অ্যাপ থেকে আপনাদের নিত্যপ্রয়োজনীয় সকল পন্য কেনাকাটা করতে পারেন। 

Othoba | Best shopping app in Bangladesh

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অনলাইন শপিং হচ্ছে Othoba। প্রাণ ও আর এফ এল কোম্পানীর সহযোগী প্রতিষ্ঠান অথবা.কমে প্রায় সব ধরনের লাইফস্টাইলের পণ্য পাওয়া যায়। এখানে ফ্যাশন থেকে শুরু করে স্মার্টফোনের সকল এক্সসোরিজ পাওয়া যায়।

আরো পড়ুনঃ ওয়ালটন ৮ সেফটি ফ্রিজের দাম ২০২৪ জেনে নিন 

শুরুতেই অথবা.কম প্রাণ ও আরএফএলের পণ্যগুলোতে মনোযোগ পরে সব ধরনের পণ্য তাদের শপে পাওয়া যায়। বিশেষ করে ইলেকট্রনিক্স আইটেমগুলি কাস্টমারদের আগ্রহ করেছে কেনাকাটা করতে। তাছাড়াও নিত্যপ্রয়োজনীয় সব ধরনের জিনিসপত্র কেনার সুবিধা রয়েছে অথবা.কমে। 

  • অ্যাপের নামঃ Othoba
  • অ্যাপ ক্যাটাগরি: ফ্যাশন
  • ডাউনলোডঃ ১ লক্ষ +

Othoba App Download 

Ajkerdeal |Best shopping app in Bangladesh

বাংলাদেশের অন্যতম সেরা একটি অনলাইন শপিং অ্যাপ হচ্ছে আজকের ডিল। এখানে প্রায় ১ লক্ষ এর বেশী পণ্য রয়েছে। বিনামূল্য কেনা-কাটার জন্য দারূণ অ্যাপস হচ্ছে আজকের ডিল। এখানে পুরূষ কিংবা মহিলাদের সব বয়সী মানুষের জন্য অত্যাধুনিক ডিজাইনের নতুন নতুন পোশাক রয়েছে। যারা বিকাশ ব্যবহার করে এখানে কেনাকাটা করে তাদের জন্য ৫০% ডিস্কাউন্টের ব্যবস্থা রয়েছে। 

আরও পড়ুন: 15 Best online shopping app in Bangladesh

আজকের ডিল অ্যাপ ব্যবহার করলে পয়েন্ট পাওয়া যায় এবং তা কনভার্ট করে শপিং করা যায়। এছাড়াও তারা হোম ডেলিভারির মাধ্যেমে কাস্টমারের প্রডাক্ট দিয়ে থাকে। সেরা একটি অনলাইন শপিং অ্যাপ আজকের ডিল। 

  • অ্যাপের নামঃ Ajkerdeal 
  • অ্যাপ ক্যাটাগরি: ফ্যাশন
  • ডাউনলোডঃ ১ মিলিয়ন +
  • অ্যাপ রেটিংঃ ২.৭* 

Ajkerdeal APP Download 

Daraz |Best shopping app in Bangladesh

বাংলাদেশের প্রায় সকল কাস্টমারের পরিচিত একটি অনলাইন শপিং অ্যাপ হলো দারাজ। দারাজ বাংলাদেশের অন্যতম সেরা ই-কমার্স শপ। যদিও এটি সর্বপ্রথম পাকিস্তানে প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু ২০১৫ সালে দারাজ বাংলাদেশে সকল কার্যক্রম শুরু করে। দারাজ ক্রেতাদের আকর্ষণ করার জন্য বিভিন্ন সময় ডিসকাউন্ট এবং ফ্ল্যাশ সেলের প্রচার করে থাকে। এছাড়াও মাঝে মাঝে ডিসকাউন্টে পণ্য কেনার সুযোগ দেয়। দারাজে প্রায় সব ধরনের পণ্য পাওয়া যায়। 

আরও পড়ুন: Realme C25S এর বাংলাদেশী দাম কত

বিশেষ করে ইলেকট্রনিক পণ্য এখানে বেশী বিক্রি হয়। কাস্টমারেরা তাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য দারাজ অ্যাপ ব্যবহার করে। তাছাড়াও তাদের পছন্দমত মোবাইল ব্যাংক বিকাশ,নগদে পেমেন্ট পরিশোধ করে থাকে। দারাজে সাধারণত ২-৩ দিনের মধ্য পণ্য ডেলিভারি দিয়ে থাকে। 

  • অ্যাপের নামঃ Daraz 
  • অ্যাপ ক্যাটাগরি: ফ্যাশন,ইলেক্ট্রনিক পণ্য 
  • ডাউনলোডঃ ৫০ মিলিয়ন +
  • অ্যাপ রেটিংঃ ৪.৩* 

Daraz App Download 

Chaldal |Best shopping app in Bangladesh

যারা ঘরে বসে থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে চান তাদের জন্য চালডাল অ্যাপটি সেরা হবে। বাংলাদেশের সুপরিচিত মুদির দোকান হলো চালডাল অ্যাপ। বাংলাদেশের মুদি শিল্পকে উন্নত করার জন্য এই প্রক্রিয়া গ্রহণ করা হয়েছিল। ২০১৫ সালে চালডালের যাত্রা শুরু হয়। এখানে আপনি মাছ,মাংস,শাক-সবজি ও ফল সহ নিত্যপ্রয়োজনীয় সব ধরনের পন্য কিনতে পারবেন। চালডালের ৭ টি মুদিখানা দোকান রয়েছে যেখান থেকে তারা কাস্টমারের কাছে পন্য সরবরাহ করে। এখানে ২০০ টাকার বেশী পন্য অর্ডার করলে বিনামূল্য হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। তাছাড়াও, চালডাল বিভিন্ন সময় ডিসকাউন্টের অফার করে থাকে। 

  • অ্যাপের নামঃ Chaldal 
  • অ্যাপ ক্যাটাগরি: গ্রোসারি 
  • ডাউনলোডঃ ১ মিলিয়ন +
  • অ্যাপ রেটিংঃ ৪.৬* 

Chaldal App Download 

BD Shop |Best shopping app in Bangladesh

বাংলাদেশের অন্যতম ইলেক্ট্রনিক পণ্য বিক্রি সেবাদান করার প্রতিষ্ঠান হলো বিডি শপ। খুব দ্রুতই বিডিশপ বাংলাদেশের সকল কাস্টমারের কাছে জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে যারা ডিজিটাল ভিডিও কন্টেন্ট নির্মাতা আছে তারা বেশীরভাগ এখান থেকে ইলেক্ট্রনিক পণ্য কেনাকাটা করে। এখানে আপনারা মাইক্রোফোন, ট্রাইপড, ইয়ারফোন সহ প্রায় ধরনের ইলেক্ট্রনিক পণ্য পেয়ে যাবেন। বিডিশপ অরিজিনাল পণ্য দেওয়ার চেষ্টা করে। যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তবে আপনি বিডিশপ থেকে ইলেক্ট্রনিক সকল পণ্য কিনতে পারেন। বিডিশপ খুব বিশ্বস্ত সাথে পণ্য ডেলিভারি করে থাকে। সর্বোচ্চ ২-৩ দিনের মধ্য পণ্য কাস্টমারের নিকট ডেলিভারি দেয়।

  • অ্যাপের নামঃ BD Shop
  • অ্যাপ ক্যাটাগরি: ইলেক্ট্রনিক 
  • ডাউনলোডঃ ১০ হাজার +
  • অ্যাপ রেটিংঃ ৩.৫* 

BD Shop App Download 

PriyoShop |Best shopping app in Bangladesh

যারা নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্র কেনার জন্য সেরা অনলাইন শপিং অ্যাপ খুঁজছেন তারা PriyoShop অ্যাপটি ডাউনলোড করে কেনাকাটা করতে পারেন। বাংলাদেশী সুপরিচিত খুচরা বিক্রেতা হল প্রিয়শপ। এখানে আপনি পোশাক, রন্ধন সামগ্রী, বই সহ বিভিন্ন ধরনের জিনিস খুঁজে পাবেন। প্রিয়শপ ঢাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি দিয়ে থাকে খুব অল্প সময়ের মধ্য। 

  • অ্যাপের নামঃ PriyoShop
  • অ্যাপ ক্যাটাগরি: মাল্টিভেন্ডর 
  • ডাউনলোডঃ ৫ হাজার +
  • অ্যাপ রেটিংঃ ৫* 

PriyoShop App Download 

Rokomari |Best shopping app in Bangladesh

যারা ঘরে বসে অনলাইন থেকে বই কিনতে চান তাঁদের জন্য সেরা একটি অনলাইন বুক শপিং হচ্ছে রকমারি। এখানে আপনি সব ধরনের বই খুঁজে পাবেন। নতুন কিংবা পুরাতন সব বইয়ের সংগ্রহ রয়েছে এখানে। শুধু এখান থেকে আপনি বই কিনতে পারবেন ব্যাপার টা এমন নয়। এখান থেকে ইলেক্ট্রনিক পণ্য,মণিহারি পণ্য,কিডস জোন সহ সিডি/ডিভিডি কিনতে পারবেন। বাংলাদেশের পরিচিত একটি অনলাইন শপিং অ্যাপ হলো রকমারি। যারা নতুন লেখক আছে তারা রকমারিতে বই বিক্রি করে থাকে। ঘরে বসে বইয়ের অর্ডার করতে রকমারি অ্যাপ ডাউনলোড করতে পারেন। 

  • অ্যাপের নামঃ Rokomari 
  • অ্যাপ ক্যাটাগরি: বুক এন্ড স্টেশনারী
  • ডাউনলোডঃ ১ মিলিয়ন +
  • অ্যাপ রেটিংঃ ৪*

Rokomari App Download 

Foodpanda |Best shopping app in Bangladesh

আপনারা যারা ঘরে বসে খাবার অর্ডার করতে চান তাদের জন্য বাংলাদেশের সেরা ফুড শপিং অ্যাপ হলো ফুডপান্ডা। ফুডপান্ডা মূলত একটি জার্মানি খাবার ডেলিভারি সার্ভিস। বর্তমানে এটি বাংলাদেশের অন্যতম সেরা ফুড ডেলিভারি এবং গ্রোসারী শপিং। ফুডপান্ডার সকল সার্ভিস মোবাইল অ্যাপের মাধ্যেমে সম্পন্ন করে থাকে। এরপর ক্রেতার নিকট খাবার পৌছে দেওয়া হয়। আর ফুডপান্ডা অ্যাপ ব্যবহার করা খুবই সহজ। এই সেবাটি বাংলাদেশের শহর এলাকায় বেশী পাওয়া যায়। ফুডপান্ডায় অনেক ডেলিভারি ম্যান রয়েছে তারা মাত্র ৩০ মিনিটের মধ্য খাবার ডেলিভারি দেওয়ার চেষ্টা করে। 

  • অ্যাপের নামঃ Foodpanda 
  • অ্যাপ ক্যাটাগরি: ফুড এন্ড গ্রোসারী। 
  • ডাউনলোডঃ ১০০ মিলিয়ন +
  • অ্যাপ রেটিংঃ ৪*

Foodpanda App Download 

Monarch Mart |Best shopping app in Bangladesh

বাংলাদেশে ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের নিজস্ব অনলাইন শপিং অ্যাপ হলো Monarch Mart। গত বছরে শুরুতে Monarch Mart এর যাত্রা শুরু হয়েছিল। এখানে প্রায় সব ধরনের প্রয়োজনীয় পণ্য কিনতে পাওয়া যাবে। এখানে বই, খাবার, খেলাধুলার সামগ্রী, পোশাক এবং গ্যাজেট সহ বিভিন্ন ধরণের পণ্য কিনতে পাওয়া যাবে। Monarch Mart অ্যাপটি ক্রেতাদের আকর্ষণ বাড়াতে ক্যাশ অন ডেলিভারির সেবাটি চালু করেছে। বাংলাদেশে যতগুলো অনলাইন শপিং অ্যাপ আছে তার মধ্য শীর্ষস্থানে রয়েছে Monarch Mart অ্যাপটি।

  • অ্যাপের নামঃ Monarch Mart 
  • অ্যাপ ক্যাটাগরি: মাল্টিভেন্ডর 
  • ডাউনলোডঃ ১ লক্ষ + 
  • অ্যাপ রেটিংঃ ২.৯*

Monarch Mart App Download 

Pickaboo |Best shopping app in Bangladesh

যদি আপনি একজন গ্যাজেট লাভার হয়ে থাকেন তবে আপনার জন্য সেরা অনলাইন শপিং অ্যাপ হলো পিকাবো। এখানে বেশী ইলেক্ট্রনিক পণ্য পাওয়া যায়। তাই বাংলাদেশের অন্যতম গ্যাজেট অনলাইন শপ হলো পিকাবো। পিকাবো মোবাইল ফোন,ডেস্কটপ,ল্যাপটপ সহ বিভিন্ন ধরনের গ্যাজেট বিক্রি করে। পিকাবো ক্রেতাদের তিনদিনে রিটার্ন পলিসি অফার করে। আর পিকাবোতে ক্যাশ অন ডেলিভারির সুবিধাতো রয়েছেই।

  • অ্যাপের নামঃ Pickaboo 
  • অ্যাপ ক্যাটাগরি: ইলেক্ট্রনিক ও গ্যাজেট 
  • ডাউনলোডঃ ১ মিলিয়ন+ 
  • অ্যাপ রেটিংঃ ৩.৪*

Pickaboo App Download 

Bikroy.com |Best shopping app in Bangladesh

পুরাতন জিনিসপত্র কেনা-বেচার জনপ্রিয় অনলাইন শপিং অ্যাপ হলো বিক্রয়.কম। আপনার যদি কোন পুরাতন জিনিসপত্র থাকে তাহল বিক্রয়.কমের মাধ্যেমে খুব সহজে বিক্রি করতে পারেন। এখানে ক্রেতা-বিক্রেতার সম্মতিতে কেনা-বেচা হয়। এখানে বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যায়। বিশেষ করে ইলেক্ট্রনিক পণ্য। বাংলাদেশের অন্যতম একটি সেরা অনলাইন শপ বিক্রয়.কম।

  • অ্যাপের নামঃ Bikroy
  • অ্যাপ ক্যাটাগরি: ইলেক্ট্রনিক ও গ্যাজেট 
  • ডাউনলোডঃ ১০ মিলিয়ন+ 
  • অ্যাপ রেটিংঃ ৪*

Bikroy App Download 

Shajgoj |Best shopping app in Bangladesh

বাংলাদেশের প্রথম বিউটি অনলাইন শপিং অ্যাপ হলো সাজগোজ। এখানে ১০ হাজারের বেশী পণ্য রয়েছে এবং ৪৫০ টি ব্রান্ড রয়েছে। এটি মূলত একটি বিউটি অ্যাপ। বিশেষ করে মেয়েদের স্কিন কেয়ারের জন্য অ্যাপটি অনেক ভালো হবে। এছাড়াও বিভিন্ন ধরনের কসমেটিকস পণ্য এখানে কিনতে পাওয়া যাবে। 

  • অ্যাপের নামঃ Shajgoj
  • অ্যাপ ক্যাটাগরি: বিউটি 
  • ডাউনলোডঃ ১ মিলিয়ন+ 
  • অ্যাপ রেটিংঃ ৩.৬*

Shajgoj App Download 

SWAP |Best shopping app in Bangladesh

SWAP হলো বাংলাদেশের একমাত্র রি-কমার্স মডেল যা ক্রেতাদের দ্রুততম সময়ের মধ্যে নগদ টাকা উপার্জনের সহয়তা করে। বাংলাদেশের পুরাতন জিনিসপত্র কিনতে চাইলে SWAP ব্যবহার করা যেতে পারে। এটি বিক্রয়.কমের মত আর একটি জনপ্রিয় অ্যাপ। গত বছর অ্যাপটির যাত্রা শুরু হয়েছিল। 

  • অ্যাপের নামঃ SWAP
  • অ্যাপ ক্যাটাগরি: ইলেক্ট্রনিক ও গ্যাজেট
  • ডাউনলোডঃ ১ মিলিয়ন+ 
  • অ্যাপ রেটিংঃ ৪.৩*

SWAP App Download 

Aarong |Best online shopping app in bangladesh 

বাংলাদেশের যতগুলো ফ্যাশন অনলাইন শপিং অ্যাপ রয়েছে তার মধ্য বহুল জনপ্রিয় ব্রান্ড হলো Aarong। এখানে আপনি ঈদ কালেকশন,পূজা কালেকশন সহ বিভিন্ন ধরনের ডিসকাউন্ট অফার পাবেন। অত্যাধুনিক ডিজাইনের সব কালেকশন পাওয়া যায় Aarong অ্যাপসে। যদি আপনি ঘরে বসেই Aarong এর পণ্য পেতে চান তাহলে আজই Aarong অ্যাপটি ডাউনলোড করুন। 

  • অ্যাপের নামঃ Aarong 
  • অ্যাপ ক্যাটাগরি: ফ্যাশন
  • ডাউনলোডঃ ৫ লক্ষ + 
  • অ্যাপ রেটিংঃ ৩.৪* 

Aarong App Download 

Picky |Best online shopping app in bangladesh 

নিশিন্তে অনলাইন থেকে কেনাকাটা করতে চাইলে আপনারা Picky অ্যাপটি ডাউনলোড করতে পারেন। এখান ফ্যাশন,ইলেক্ট্রনিক্স পণ্য, শাক-সবজি,ফলমূল, কসমেটিক্স এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সহ অনেক কিছু কিনতে পারবেন। এটি একটি বাংলাদেশের সেরা অনলাইন শপিং অ্যাপ। 

  • অ্যাপের নামঃ Picky
  • অ্যাপ ক্যাটাগরি: মাল্টিভেন্ডর 
  • ডাউনলোডঃ ১০ হাজার + 
  • অ্যাপ রেটিংঃ ৩.৬* 

Picky App Download 

বহুল জিজ্ঞাসিত প্রশ্ন উওর সমূহ 

বাংলাদেশের সেরা ১৫টি অনলাইন শপিং অ্যাপ এই বিষয়ে আপনার মনে আরও বেশ কিছু প্রশ্ন উঁকি দিতে পারে। তবে চলুন আর বেশী সময় নষ্ট না করে প্রশ্নগুলোর উত্তর জেনে নেই। 

কিভাবে সেরা অনলাইন শপিং অ্যাপ ডাউনলোড করব?

যদি আপনি বাংলাদেশের সেরা ১৫ টি অনলাইন শপিং অ্যাপ ডাউনলোড করতে চান, তবে আপনার মোবাইলে গুগোল প্লেস্টোর-টি ওপেন করুন এরপর অ্যাপগুলোর নাম লিখে সার্চ করুন। তাহলে সব কয়টি অ্যাপ আপনারা আপনাদের মোবাইলে ডাউনলোড করতে পারবেন। আর যদি আপনি অ্যাপল ইউজার হয়ে থাকেন তবে অ্যাপস্টোর থেকে সকল অ্যাপগুলো ডাউনলোড করতে পারবেন। 

বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শপিং কোনটি? 

বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শপিং হলো দারাজ।

ছেলেদের অনলাইন শপিং করতে চাই? 

যদি আপনি ছেলেদের জন্য অনলাইনে শপিং করতে চান তবে আপনি আরং,দারাজ,ইজি, আজকের ডিল,মোনার্ক মার্ট থেকে ছেলেদের জন্য শপিং করতে পারেন। 

বাংলাদেশ অনলাইন শপিং ওয়েবসাইট লিস্ট

বাংলাদেশের অনলাইন শপিং ওয়েবসাইটের লিস্ট নিচে উল্লেখ করা হলো।

  • Chaldal
  • Alesha Mart
  • Shwapno
  • Othoba
  • Ajkerdeal
  • Monarch Mar
  • Aarong 
  • Easy 

শেষ কথাঃ বাংলাদেশের সেরা ১৫ টি অনলাইন শপিং অ্যাপ

ক্রেতার চাহিদা এবং জনপ্রিয়তার ভিত্তিতে তৈরি হয়েছে বাংলাদেশের সেরা অনলাইন শপিং অ্যাপস। কেনাকাটা করার জন্য অনলাইন শপিং অ্যাপস প্রয়োজন। সম্মানিত পাঠবৃন্দ, আজকের এই পোস্টটিতে আমি আপনাদের সাথে বাংলাদেশের সেরা ১৫ টি অনলাইন শপিং অ্যাপ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকের এই পোস্টটি আপনার কাছে তথ্যবহুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আশা করি বাংলাদেশের সেরা অনলাইন শপিং অ্যাপগুলো আপনার ভবিষ্যতে কাজে লাগতে পারে। তাই এই পোস্টটি সেভ করে রাখতে পারেন। আজকের এই পোস্টটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

বিজ্ঞাপন