সঠিক উপায়ে হাত ধোয়ার নিয়ম জেনে নিন

সঠিক উপায়ে হাত ধোয়ার নিয়ম জেনে আপনি সুন্দরভাবে সাবান দিয়ে হাত ধুতে পারবেন। আমাদের দৈন্দিদিন জীবনে বিভিন্ন কাজকর্ম করতে হয়। 

সঠিক উপায়ে হাত ধোয়ার নিয়ম

আর কাজ শেষ হলে আমরা অবশ্যই হাত-মুখ ধুই। কিন্তু আমরা অনেকেই আছি যারা হাত ধোয়া নিয়ম জানি না। তাই আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে হাত ধোয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই আজকের এই  পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন।  

সঠিক উপায়ে হাত ধোয়ার নিয়ম

আমরা প্রতিনিয়ত বাইরে বের হচ্ছি।যার কারণে আমাদের হাতে অনেক জীবানু লাগছে। এবং হাত অপরিষ্কার হয়ে যাচ্ছে।

তাই আমি কয়েকটি হাত ধোয়ার সঠিক নিয়ম আপনাদের সাথে শেয়ার করবো।  আশা করি পোস্টটি পড়ে আপনার অনেক উপকার হবে। নিচে সঠিক উপায়ে হাত ধোয়ার নিয়ম উল্লেখ করা হলো।  

  • আপনি যখন প্রতিদিন হাত ধুতে যাবেন তখন হাত ধোয়ার সময় কমপক্ষে বিশ সেকেন্ড সময় ধরে সাবান হাতে দিবেন এরপর হাত ধুয়ে ফেলবেন। 
  • সর্ব প্রথম পানি দিয়ে হাত ভালোভাবে ভিজিয়ে নিতে হবে এরপর কিছু সময় পর হাতের তালুতে ভালো করে সাবান দিয়ে ঘষতে হবে। 
  • এরপর আমরা এক হাতে তালু দিয়ে অপর হাতে তালুর পেছন দিকে ঘষবেন।  এরপর আঙ্গুলের ফাঁকে ফাঁকে সাবান দিয়ে ভালোভাবে ঘোষবো ।
  • এরপর দুই হাত মুঠো করে খুব ভালো করে ঘষবো। এখন বৃদ্ধা আঙ্গুলের পালা আমরা একা হাতের বৃদ্ধা আঙ্গুল অপর হাতের বৃদ্ধা আঙুল মুঠো করে ঘসে ঘসে নিব। এবার এক হাতের আঙ্গুলের ডগা দিয়ে অন্য হাতের আংগুলের ডগা ভাল ভাবে ঘসে নিব। এরপর হাতের কব্জি ঘসে ভালো করে পানি দিয়ে হাত ধুয়ে নিব এবং হাত ভালভাবে বাতাসে শুকিয়ে নিব।

  • আর হ্যা আর একটা কথা আমরা ভুলে না যায় আমরা সব-সময় আমাদের হাতের নখ ছোট রাখবো। আর আমরা যখন পানি দিয়ে হাত ধুব তখন অবশ্যই নখের ময়লা পরিষ্কার করবো।
  • আমরা যখন খাবার খাব খাবার খাওয়ার আগে অবশ্যই হাতে সাবান দিয়ে হাত পরিষ্কার করে নিব অথবা শিশুদের যখন খাবার খেতে দেব। তখন হাত পরিষ্কার করে নিয়ে শিশুদের খাওয়াব। 
  • টয়লেট ব্যবহারের পরে। এবং শিশুদের শৈচকাজ এরপরে ভালোভাবে সাবান দিয়ে হাত ধোব।
  • খাবার প্রস্তুত এবং খাব্র প্রিবেশন করার আগে। এবং হাচি-কাশি দেওয়ার পর।
  • অসুস্থ্য কোন ব্যক্তির পরিচর্যা সম্পন্ন হলে সাবান দিয়ে হাত ধুয়ে নিব। 
  • এরপরেও যদি হাতে  ময়লা থাকে তাহলে আমরা সবান দিয়ে ভালোভাবে একবার হাত ধুয়ে নেব।

হাত ধোয়ার নিয়ম কয়টি?

বিশেষজ্ঞদের মতে, হাত ধোয়ার নিয়ম মোট ৭টি ধাপে সম্পন্ন করা উচিত। এই ধাপগুলো ঠিকভাবে অনুসরণ করলে হাতের প্রায় সব জীবাণু দূর হয়।

অনেকে জানতে চান, হাত ধোয়ার নিয়ম কয়টি ও কি কি? নিচে সহজ ভাষায় ধাপে ধাপে আলোচনা করা হলো।

সঠিকভাবে হাত ধোয়ার নিয়ম (Easy)
১. পানি দিয়ে হাত ভেজানো

প্রথমে পরিষ্কার পানির নিচে দুই হাত ভালোভাবে ভিজিয়ে নিতে হবে।

২. সাবান ব্যবহার করা (২০ সেকেন্ড)

হাতের তালুতে পর্যাপ্ত সাবান নিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড ধরে ঘষতে হবে। এটিই সাবান দিয়ে হাত ধোয়ার নিয়মের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।

৩. হাতের তালু ও পিঠ পরিষ্কার করা

এক হাতের তালু দিয়ে অন্য হাতের তালু এবং তালুর পেছনের অংশ ভালোভাবে ঘষতে হবে।

৪. আঙুলের ফাঁক পরিষ্কার করা

আঙুলের ফাঁকে ফাঁকে সাবান লাগিয়ে ভালোভাবে ঘষতে হবে, কারণ এখানে সবচেয়ে বেশি জীবাণু জমে।

৫. আঙুল ও নখ পরিষ্কার করা

দুই হাত মুঠো করে আঙুলের ডগা ও নখের ভেতরের অংশ ভালোভাবে ঘষতে হবে।

৬. বৃদ্ধাঙ্গুল পরিষ্কার করা

এক হাত দিয়ে অন্য হাতের বৃদ্ধাঙ্গুল মুঠো করে ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করতে হবে।

৭. কব্জি ধোয়া ও শুকানো

সবশেষে হাতের কব্জি পরিষ্কার করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং বাতাসে বা পরিষ্কার তোয়ালে দিয়ে হাত শুকাতে হবে।

কেন সঠিকভাবে হাত ধোয়া জরুরি?

আমরা প্রতিদিন বাইরে বের হই, বিভিন্ন জিনিস স্পর্শ করি। ফলে আমাদের হাতে অজান্তেই অসংখ্য জীবাণু লেগে যায়। এই জীবাণু থেকেই ডায়রিয়া, জ্বর, সর্দি-কাশি, ফুড পয়জনিংসহ নানা রোগ হতে পারে।
তাই সঠিক উপায়ে হাত ধোয়ার নিয়ম মেনে চলা আমাদের সুস্থ থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কখন অবশ্যই সাবান দিয়ে হাত ধোবেন?

নিচের সময়গুলোতে সঠিকভাবে হাত ধোয়ার নিয়ম অনুসরণ করা বাধ্যতামূলক—

  • খাবার খাওয়ার আগে
  • রান্না বা খাবার প্রস্তুতের আগে
  • টয়লেট ব্যবহারের পরে
  • শিশুদের খাবার খাওয়ানোর আগে
  • হাঁচি বা কাশি দেওয়ার পরে
  • অসুস্থ ব্যক্তির পরিচর্যার পর
  • বাইরে থেকে বাসায় ফিরে
  • ময়লা স্পর্শ করার পরে

অতিরিক্ত কিছু গুরুত্বপূর্ণ টিপস

  • সব সময় হাতের নখ ছোট রাখুন
  • হাত ধোয়ার সময় নখের ভেতরের ময়লা পরিষ্কার করুন
  • সম্ভব হলে তরল সাবান ব্যবহার করুন
  • পানি না থাকলে অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে পারেন

শেষ কথাঃ সঠিক উপায়ে হাত ধোয়ার নিয়ম নিয়ে 

এই  ছিল আজকের এই পোষ্ট। আমরা যদি নিজের সচেতন থাকি  তাহলে ক আমাদের কখনো আক্রান্ত করতে পারেবে না। তাই সবাই নিয়মিত হাত পরিষ্কার রাখবেন।

আশা করি এই পোষ্ট-টি পড়ে আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আপনি এই পোষ্ট-টি আপনার বন্ধুদের সাথে শেয়ার  করে আমাদের সাথে থাকতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

বিজ্ঞাপন