পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার নিয়ম।। Payoneer To Bkash

বাংলাদেশী ফ্রিলান্সাদের বা উদ্যোক্তাদের জন্য দারূন একটি সুখবর! বাংলাদেশের ফ্রিলান্সাদের বা উদ্যোক্তাদের জন্য  Payoneer  আনছে ফান্ড অ্যাক্সেস সুবিধা, অর্থাৎ আপনি এখন থেকে Payoneer থেকে Bkash এ টাকা আনতে পারবেন খুব সহজেই। 

পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার নিয়ম
তাও আবার মাত্র ১০০০ টাকা হলেই।  Payoneer  এই সুবিধা সকল বাংলাদেশী ফ্রিলান্সাদের বা উদ্যোক্তাদের জন্য  বেশ একটি দারূণ খবর। আজ আমরা এই আর্টিকেলে দেখিয়ে দিবো যে আপনি কিভাবে  Payoneer থেকে Bkash এ টাকা আনতে পারবেন।

বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস (MFS) প্রদানকারী বিকাশের সাথে যৌথভাবে কাজ করেছে। বিকাশের সাথে, ব্যবহারকারীরা সুবিধা নিতে পারেন:

Payoneer অ্যাকাউন্ট থেকে  bKash অ্যাকাউন্টে টাকা আনলে যে সুবিধাগুলো  পাওয়া যাবে।

  • ২৪/৭ রিয়েল-টাইম টাকা উত্তোলন 
  •  ন্যূনতম উত্তোলন মাত্র ১,০০০ টাকা 
  •  প্রতিটি সফল এবং ব্যর্থ লেনদেনের জন্য বিজ্ঞপ্তি 
  • অতিরিক্ত কাগজপত্র  কাগজ পত্রের প্রয়োজন নেই 
 
 যেভাবে আপনার Payoneer অ্যাকাউন্ট এবং bKash অ্যাকাউন্ট সংযুক্ত করবেন।  
 
payoneer to bkash
১.আপনার Payoneer  ইমেল এবং পাসওয়ার্ড লিখুন এবং Payoneer এবং বিকাশ ভেরিফিকেশন প্রক্রিয়ার সাথে এগিয়ে যান:
payoneer to bkash

payoneer to bkash 
 
 
 
 












২। এই পর্যন্তই ! একবার আপনার Payoneer অ্যাকাউন্ট একটিভ  হয়ে গেলে, আপনি সরাসরি আপনার Payoneer অ্যাকাউন্ট থেকে  বিকাশ অ্যাকাউন্টে টাকা উয়িথড্র করতে পারবেন। 


payoneer to bkash
 






 







আপনার Payoneer অ্যাকাউন্ট এবং বিকাশ অ্যাকাউন্ট লিঙ্ক করতে হলে কিছু স্টেপ আপনাকে ফলো করতে হবেঃ  

প্রথমে আপনার মোবাইলে বিকাশ অ্যাপ লগিন করতে হবে । এরপর রেমিটেন্স অপশান সিলেক্ট করতে হবে। 

তারপর Payoneer সিলেক্ট করুন এবং My Payoneer অ্যাকাউন্টের সাথে  লিঙ্ক করুন:


 ৪। আপনি প্রক্রিয়াটি সম্পূর্ণ করার পরে, আপনাকে জানানো হবে যে আপনার Payoneer অ্যাকাউন্ট সাথে বিকাশ অ্যাকাউন্টএর  লিঙ্ক করা হয়েছে:

 পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার নিয়ম

Payoneer  থেকে বিকাশে টাকা আনতে গেলে কিছু ধাপ অনুসরণ করতে হবে,  আপনার Payoneer অ্যাকাউন্ট থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা উত্তোলন করতে,  নিচের  ধাপগুলি অনুসরণ করুন:

 

১. আপনার বিকাশ অ্যাপে প্রবেশ করার রেমিটেটেন্স  অপশনে গিয়ে , আপনি যে বৈদেশিক মুদ্রা তুলতে সেটি  সিলেক্ট  করুন:


২। এবার আপনি টাকার পরিমাণ লিখুন ( যে পরিমাণ টাকা  পেওনিয়ার  থেকে বিকাশে আনতে চান) এরপর "Proceed" বাটনে ক্লিক করুন। 

payoneer to bkash

 ৩। এরপর আপনি আপনার টাকার পরিমাণ BDT তে দেখতে পারবেন।  আপনি যদি পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনতে প্রস্তুত থাকেন তাহলে  "Tap to Continue" তে ক্লিক করুন। 

 

payoneer to bkash


 





৪।তারপর আপনি একটি নটিফিকেশন দেখতে পাবেন যে আপনার টাকা উয়িথড্র রিকুয়েষ্ট সাবমিট করা হয়েছে । 

payoneer to bkash







৫। এটি নিশ্চিত করে একটি নটিফিকেশনের মাধ্যমে আপনাকে জানানো হবে যে আপনার  পেওনিয়ার থেকে বিকাশে টাকা  উয়িথড্র প্রসেসিং করা হচ্ছে।

payoneer to bkash






৬। এরপর আপনার পেওনিয়ার একাউন্ট থেকে বিকাশে  টাকাটা চলে আসবে।

 


 তো এইভাবেই  আপনার পেওনিয়ার একাউন্ট থেকে বিকাশে  টাকা আনতে পারবেন। তো আমরা এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিয়েছে । আপনি এই আরটিকেলেটি অনুসরণ করে আপনার পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনতে পারেন ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

বিজ্ঞাপন