20 হাজার টাকার মধ্যে ভালো মোবাইল

আপনি কি 20 হাজার টাকার মধ্যে ভালো মোবাইল সন্ধান করছেন? বাংলাদেশের অধিকাংশ মোবাইল ফোন ব্যবহারকারী সাধারণত ১০ হাজার থেকে ২০ হাজার টাকার বাজেটের মধ্যে তাদের শখের স্মার্টফোন-টি কিনে থাকে। 

20 হাজার টাকার মধ্যে ভালো মোবাইল




আর বর্তমানে দেশের মোবাইল মার্কেটে এমন কিছু স্মার্টফোন এসেছে তার ফিচার সমূহগুলো দেখলে যে কারও কিনতে ইচ্ছে করবে। তো যাইহোক,২০ হাজার টাকার মধ্য ভালো মোবাইল পেতে চাইলে আজকের এই পোস্টটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন।

20 হাজার টাকার মধ্যে ভালো মোবাইল - Best gaming phone under 20000 in bangladesh

বাজেটের মধ্যে ভালো ফোন কেনার কথা কয়েক বছর আগেও আমরা চিন্তা করতে পারতাম না। কিন্তু বর্তমান সময়ে বেশ কিছু মোবাইল কোম্পানী ব্রান্ড ২০ হাজার টাকার মধ্য ভালো মোবাইল কেনার সুযোগ দিচ্ছে। তাই এই মুহূর্তে আপনার বাজেট যদি ২০ হাজার টাকা হয়ে থাকে তাহলে আপনি আপনার শখের ফোন-টি কিনতে পারেন। আমরা আপনাদের  বেশ কয়েকটি ফোন সাজেস্ট করছি। আপনারা এগুলো দেখে আপনার নিকটস্থ মোবাইল শৌরুম থেকে ফোন কিনে নিতে পারেন। নিচে ২০ হাজার টাকার মধ্য ভালো মোবাইল দেওয়া হলো-

  • Realme Nazro 50
  • Infinix Note 12 2023 
  • Xiaomi Redmi Note 9
  • Xiaomi redmi note 11 
  • Oppo A76
  • Vivo y22
  • Realme 9i
  • Realme c35

Realme Nazro 50 

যারা 20 হাজার টাকার মধ্যে একটু ভালো মোবাইল কেনার কথা ভাবছেন, তাদের জন্য Realme Nazro 50 ভালো ফোন হবে। এই ফোন দিয়ে আপনারা যাবতীয় সকল ধরনের কাজ করতে পারবেন। তাছাড়াও এতে MediaTek Helio G96 প্রসেসর থাকায় দুর্দান্ত সকল কাজ খুবই স্মুথলি করতে পারবেন।

Realme Nazro 50 ফিচার সমূহ 

  • প্রসেসরঃ MediaTek Helio G96
  • র‍্যামঃ 4/6 জিবি 
  • স্টোরেজঃ 64/128 জিবি 
  • ফন্ট ক্যামেরাঃ 16 MP f/2.05, Primary Camera
  • ব্যাক ক্যামেরাঃ 50 MP f/1.8, Primary Camera,2 MP f/2.4, Macro Camera, 2 MP f/2.4, Depth Camera
  • ডিস্প্লে সাইজঃ 6.6 inches
  • ব্যাটারিঃ 5000mAh

Realme Nazro 50 ফোনের দাম:  17999 Taka  (4/64 জিবি) 

Infinix Note 12 2023 

যারা গেম খেলার জন্য ২০ হাজার টাকার মধ্যে ভালো ফোন খুঁজছেন তারা Infinix Note 12 2023  মডেলের এই ফোনটি কিনতে পারেন। ফোনটি দিয়ে আপনারা গেম সহ, বিভিন্ন ধরনের  কাজ করতে পারবেন। এই ফোনটির স্ক্রিন সাইজ বড় হওয়ায় ফুল এইচডিতে ভিডিও দেখতে পারবেন। আর এতে রয়েছে MediaTek Helio G99 সুপার পাওয়ার ফুল প্রসেসর যাতে করে সকল অ্যাপস চালু করতে সক্ষম। 

Infinix Note 12 2023 ফিচার সমূহ 

  • প্রসেসরঃ MediaTek Helio G99
  • র‍্যামঃ 8 জিবি 
  • স্টোরেজঃ 128/256 জিবি 
  • ফন্ট ক্যামেরাঃ 16 MP, Wide Angle, Primary Camera
  • ব্যাক ক্যামেরাঃ 50 MP, Wide Angle, Primary Camera 2 MP, Depth Camera
  • ডিস্প্লে সাইজঃ 6.7 inches
  • ব্যাটারিঃ 5000mAh

Infinix Note 12 2023 ফোনের দামঃ 18,999 টাকা। (8/128GB)

Xiaomi Redmi Note 9

বাজেটের মধ্যে ফোন কেনার কথা মাথায় আসলেই Xiaomi Redmi Note 9 ফোনটির কথা চলে আসে। ফোনটিতে রয়েছে MediaTek Helio G85 এর মত পাওয়ার ফুল প্রসেসর। আর এর ক্যামেরা অসাধারণ। ভিডিও এবং ছবি দুটোই ভালো আসে। আর গেমিং এর কথা নাই বললাম। ফোনটিতে দিয়ে দুর্দান্ত পারফর্মেন্স পাবেন। ফোনটিতে 5020mAh ব্যাটারি থাকায় অনায়াসে এক-দুই দিন ফোন চালানো যাবে।

Xiaomi Redmi Note 9 ফোনের ফিচার সমূহ 

  • প্রসেসরঃ MediaTek Helio G85
  • র‍্যামঃ 4/6 জিবি 
  • স্টোরেজঃ 64/128 জিবি 
  • ফন্ট ক্যামেরাঃ 13 MP f/2.25, Wide Angle, Primary Camera
  • ব্যাক ক্যামেরাঃ 48 MP f/1.79, Primary Camera, 8 MP f/2.2, Ultra-Wide Angle Camera, 2 MP f/2.4, Macro Camera, 2 MP f/2.4, Depth Camera
  • ডিস্প্লে সাইজঃ 6.53 inches
  • ব্যাটারিঃ 5020mAh 

Xiaomi Redmi Note 9 ফোনের দামঃ 18,999 টাকা। (4/164GB)

Xiaomi redmi note 11 

বাংলাদেশের মোবাইলের বাজারে বাজেটের মধ্য ভালো ফোন হলো Xiaomi redmi note 11 এই ফোনটি। ফোনটির অন্যতম আকর্ষণীয় দিক হলো ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেল রয়েছে। তাছাড়াও এতে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে তা এই বাজেট বিবেচনা করলে অনেকটাই এগিয়ে থাকবে। আর এতে ক্যামেরা অনেক ভালো ছবি তুলতে পারে। আপনি চাইলে এই ফোনটি কিনতে পারেন। 

প্রসেসরঃ Qualcomm Snapdragon 680

  • র‍্যামঃ 4/6/৮ জিবি 
  • স্টোরেজঃ 128 জিবি 
  • ফন্ট ক্যামেরাঃ 13 MP f/2.4, Wide Angle, Primary Camera
  • ব্যাক ক্যামেরাঃ 50 MP f/1.8, Wide Angle, Primary Camera, 8 MP f/2.2, Ultra-Wide Angle Camera, 2 MP f/2.4, Macro Camera, 2 MP f/2.4, Depth Camera
  • ডিস্প্লে সাইজঃ 6.43 inches
  • ব্যাটারিঃ 5000 mAh

Xiaomi redmi note 11 ফোনের দামঃ 19,499 টাকা। (4/64GB)

Oppo A76

বাজেটের মধ্যে Oppo A76 ফোনটি দারূণ সব ফিচার দিচ্ছে। ফোনটিতে ৬.৫৬ ইঞ্চির এলসিডি ডিসপ্লে এবং ৯০ হার্টজের হাই রিফ্রেশ রেটও রয়েছে ডিসপ্লেতে। আর ফোনটির প্রসেসর হিসেবে এতে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 680 এর মত সুপার পাওয়ারফুল প্রসেসর। যা দিয়ে আপনারা এই ফোন দিয়ে সব ধরনের গেম অনায়াসে প্লে করতে পারবেন। এছাড়াও ফোনটিতে রয়েছে ৫০০০ মিলিএম্পের ব্যাটারির সাথে আছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জ সুবিধা। যা ১ দিন ভালোভাবে ব্যবহার করা যাবে। 

Oppo A76 ফোনের ফিচার সমূহ 

  • প্রসেসরঃ Qualcomm Snapdragon 680
  • র‍্যামঃ  6 জিবি 
  • স্টোরেজঃ 128 জিবি 
  • ফন্ট ক্যামেরাঃ 13 MP f/2.4, Wide Angle, Primary Camera
  • ব্যাক ক্যামেরাঃ 513 MP f/2.2, Wide Angle (80° field-of-view), Primary Camera, 2 MP f/2.4, Depth Camera
  • ডিস্প্লে সাইজঃ 6.56  inches
  • ব্যাটারিঃ 5000 mAh

Oppo A76 ফোনের দামঃ 20,990 টাকা। (6/128 GB)

Vivo y22

যারা ছবি তোলার জন্য একটি ভালো ফোনের সন্ধান করছেন তারা Vivo y22 এই ফোনটি কিনতে পারেন। ২০ হাজার টাকায় এই ফোনটিতে দারূণ সব ফিচার দিচ্ছে। প্রসেসর হিসেবে এতে ব্যবহার করা হয়েছে, MediaTek Helio G70 একটি পাওয়ার ফুল প্রসেসর। যা দিয়ে মোটামোটি সব ধরনের কাজ করা যাবে। এছাড়াও এতে  5000 mAh এর বিশাল ব্যাটারি ব্যবহার করায় অনেক সময় ধরে ফোনটি ব্যবহার করা যাবে। 

Vivo y22 ফোনের ফিচার সমূহ

  • প্রসেসরঃ MediaTek Helio G70
  • র‍্যামঃ  6 জিবি 
  • স্টোরেজঃ 128 জিবি 
  • ফন্ট ক্যামেরাঃ 8 MP f/2.0, Wide Angle, Primary Camera
  • ব্যাক ক্যামেরাঃ 50 MP f/1.8, Wide Angle, Primary Camera, 2 MP f/2.4, Macro Camera
  • ডিস্প্লে সাইজঃ 6.55  inches
  • ব্যাটারিঃ 5000 mAh

Vivo y22 ফোনের দামঃ 19,999 টাকা। (4/128GB)

 Realme 9i

বর্তমান সময়ে দুর্দান্ত পারফরম্যান্স ফোনের কথা চিন্তা করলে  Realme 9i এই ফোনটির কথা চলে আসে। ২০ হাজার টাকায় ভালো কিছু অফার করছে এই ফোনটি। রিয়েলমি ৯আই ফোনটিতে Qualcomm Snapdragon 680 ও ৫০মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরার মত উল্লেখযোগ্য ফিচার বিদ্যমান। তাই আপনারা চাইলে এই ফোনটি কিনতে পারেন। গেমিং সহ সব ধরনের কাজ করতে পারবেন এই ফোনটি দিয়ে।

 Realme 9i ফোনের ফিচার সমূহ 

  • প্রসেসরঃ Qualcomm Snapdragon 680 
  • র‍্যামঃ  6 জিবি 
  • স্টোরেজঃ 128 জিবি 
  • ফন্ট ক্যামেরাঃ 16 MP f/2.1, Wide Angle, Primary Camera
  • ব্যাক ক্যামেরাঃ 50 MP f/1.8, Wide Angle (77° field-of-view), Primary Camera, 2 MP f/2.4, Macro Camera, 2 MP f/2.4, Depth Camera
  • ডিস্প্লে সাইজঃ 6.6 inches
  • ব্যাটারিঃ 5000 mAh

 Realme 9i ফোনের দামঃ 20,999 টাকা। (6/128GB)

Realme c35

প্রিমিয়াম লুকের কথা চিন্তা করলে এই ফোনটি আপনার বাজেট অনুসারে একদম পারফেক্ট হবে। কেননা লুকিং টা দেখতে অনেক ভালো। এই ফোনটি দুটি কালারে পাওয়া যাবে Glowing Black এবং Glowing Green দুটি কালারই সবা পছন্দের কালার। ফোনটিতে রয়েছে, Unisoc T616 প্রসেসর। যা দিয়ে আপনার প্রয়োজনীয় সকল কাজ করতে পারবেন তাছাড়াও টুকাটাকি গেমিং ও করতে পারবেন। এতে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে যা দিয়ে দারূণ ছবি তোলা যায়।

Realme c35 ফোনের ফিচার সমূহ 

  • প্রসেসরঃ Unisoc T616
  • র‍্যামঃ  4/6 জিবি 
  • স্টোরেজঃ 128 জিবি 
  • ফন্ট ক্যামেরাঃ 8 MP f/2.0, Wide Angle, Primary Camera
  • ব্যাক ক্যামেরাঃ 50 MP f/1.8, Wide Angle (77° field-of-view), Primary Camera, 2 MP f/2.4, Macro Camera, 0.3 MP f/2.8, Depth Camera
  • ডিস্প্লে সাইজঃ 6.6 inches
  • ব্যাটারিঃ 5000 mAh

Realme c35 ফোনের দামঃ 16,999 টাকা। (4/128GB)

শেষ কথাঃ 20 হাজার টাকার মধ্যে ভালো মোবাইল 

আজকে আমি আপনাদের সাথে বাজারের সেরা 20 হাজার টাকার মধ্যে ভালো মোবাইল তুলে ধরে চেষ্টা করলাম। আপনি আপনার শখের স্মার্টফোন কিনবেন আপনার কষ্টের অর্জিত টাকায়। তাই মোবাইল কেনার আগে অবশ্যই আপনার বাজেটের উপর নির্ভর একটি ফোন কিনবেন। আর হ্যাঁ, ফোন কেনার আগে অবশ্যই যাচাই-বাছাই করে তারপর আপনার পছন্দের ফোনটি কিনবে। আশা করি এই পোস্টটি আপনার কাছে তথ্যবহুল হবে। যদি এই পোস্টটি আপনার কাছে তথ্যবহুল হয়ে থাকে তবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

বিজ্ঞাপন